ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রকাশের সময় :
নিউজ ডেস্ক :
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা ধারণা করছেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর বয়সের কথা বিবেচনায় শরীরের অন্যান্য দিকগুলিও পরীক্ষা করছেন চিকিৎসকেরা। তাঁর চিকিৎসার জন্যে চারজনের একটি টিম করা হয়েছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তাঁর ছেলে সৌগত চট্টোপাধ্যায় জানান, সকালে সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে গেলে পরিবার থেকে দ্রুত খবর দেওয়া হয় পারিবারিক চিকিৎসককে। তাঁর পরামর্শেই তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিউ-তে ভর্তি করা হয়েছে সৌমিত্রকে।
তিনি জানান, তাঁর বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সৌমিত্রের মেয়ে পৌলমী বসু জানান, তাঁর বাবা দীর্ঘদিনই সিওপিডি-তে আক্রান্ত। এখন শরীরে সোডিয়াম পটাশিয়ামেরও ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখন অনেকটা সুস্থ।