তিশা-রোহান অভিনীত সিনেমা ‘মায়াবতী’র তারিখ নির্ধারণ করা হয়েছে। আসছে ১৩ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাবে ছবিটি। নারী পাচারের গল্প নিয়ে পরিচালক অরুণ চৌধুরী ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন।
গত ১৭ জুন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। নির্মাতা অরুণ চৌধুরী এর আগে গত বছর নির্মাণ করেছিলেন সিনেমা ‘আলতাবানু’।
‘মায়াবতী’ সিনেমাটির গল্পে মায়া নামের এক কিশোরীর গল্প উঠে আসবে। যেখানে দেখা যায় ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে কিশোরীটি বিক্রি হয়ে যায় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে সে বেড়ে ওঠে। এরপর সঙ্গীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক, ব্যারিস্টার পুত্রের সঙ্গে প্রেম। দৌলতদিয়ার রেড লাইট এরিয়াতেই ছবিটির শুটিং হয়েছে বলে জানান নির্মাতা।
‘মায়াবতী’ চলচ্চিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান ছাড়াও আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবুসহ অনেকে।