ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান অসুস্থ। মৌসুমি জ্বর-সর্দিতে ভুগছেন তিনি। তবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন নি বলে জানান নায়ক নিজেই।
শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘জ্বর-সর্দি হয়েছে। এখনও সেরে উঠি নি, বাড়িতেই বিশ্রাম নিচ্ছি। তবে ডেঙ্গু হয় নি আমার। এটা মৌসুমি জ্বর। ’
এদিকে তার অসুস্থতায় এখন বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার শুটিং বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান জানান, ‘আপাতত তিনি শুটিং করতে পারছেন না। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবেন। তিনি সবার কাছে দেয়া চেয়েছেন, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।’
‘আগুন’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহারা মিতু। এ ছবির কাহিনি লিখেছেন কমল সরকার এবং চিত্রনাট্য করছেন ছবিটির নির্মাতা বদিউল আলম খোকন নিজেই।
আগামী ৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শাহেন শাহ’। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় তার বিপরীতে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত অভিনয় করেন। এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ মুক্তি পেয়েছিলো।
এদিকে গত জুন মাসে নতুন ৪ ছবির অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। সিনেমাগুলো হচ্ছে- ‘বীর’, ‘পাসওয়ার্ড ২’, ‘ফাইটার’ ও ‘প্রিয়তমা’।