আগামী ৫ ও ৬ আগস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’ [জিওয়াইএফএফবি ১৯]। লেটস সিনেমা স্লোগানে এবারের এ তারুণ্যের চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে বাংলাদেশী নির্মাতা ছাড়াও বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা উপস্থিত থাকবেন।
ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে বসবে এ আসর। এরই মধ্যে উৎসবের প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ১০১টি দেশের তরুণদের নির্মিত প্রায় ১৭০০ চলচ্চিত্র জমা পড়েছে বলে জানা গেছে। সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কার পাওয়া সেরা আটটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
এবারের উৎসবের বিচারক হিসেবে থাকবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেসকি) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ।
এ বিষয়ে উৎসবের প্রযোজক ও তরুণ নির্মাতা হেমন্ত সাদিক জানান, গত উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেনের নামে একটি পুরস্কারের প্রবর্তন করেছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশের আয়োজক কমিটি। এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন সেরা বাংলাদেশি চলচ্চিত্র’ বিভাগে।
তিনি জানান, এই বিভাগের বিচারক হিসেবে থাকছেন নির্মাতা নূরুল আলম আতিক, নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক জাহিদুর রহমান অঞ্জন এবং খ্যাতনামা স্থপতি-নির্মাতা এনামুল করিম নির্ঝর।
উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসুন রহমান, জসীম আহমেদ, কথাশিল্পী সাদাত হোসাইনসহ অনেকে।
প্রতিযোগিতার বাইরে ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’ এই সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসব সমন্বয়ক আসমা আখতার লিজা জানান, ময়মনসিংহে এরই মধ্যে উৎসবটি নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। পৃথিবীর নানা প্রান্তের নির্মাতারা বাংলাদেশ ও ময়মনসিংহকে ম্যানশন করে তাদের চলচ্চিত্র নির্বাচিত হওয়ার সংবাদ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ময়মনসিংহে আসার আগ্রহ প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে এই অঞ্চলের তরুণরা খুবই উচ্ছ্বসিত।
উৎসবসূচি ও অন্যান্য তথ্য cinemabangladesh.org এই সাইটে পাওয়া যাবে।