চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার বাবা মো. শওকত হোসেন মারা গেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
সোহানা সাবা এই তথ্য গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার বাবার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ছিলেন একজন বীর মুক্তিযাদ্ধা। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খামারবাড়ি রাজবাড়িতে আজ বাদ জোহর সোহানা সাবার বাবার দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
সাবা জানান, বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তার বাবা। সম্প্রতি দিল্লি থেকে তার কিডনি পুন:স্থাপন করা হয়েছিল।