বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। টিএম ফিল্মস’র নিবেদনে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এ আয়োজন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ঢালিউড সুপারস্টার শাকিব খান এ উৎসবের উদ্বোধন করেন। ৭দিন ব্যপী আয়োজনে ৭টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন একটি সিনেমার ৪টি শো চলছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) উৎসবের প্রথম দিন দেখানো হয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত সালমান শাহ-মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) মধুমিতায় দেখানো হচ্ছে মতিন রহমান পরিচালিত ছবি ‘তোমাকে চাই’। সিনেমাটিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন খলিল, আরিফুল হক, ডন, শর্মিলী আহমেদ প্রমুখ। সংগীত পরিচালক হিসেবে ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা।
দিনব্যাপী ছবিটির চারটি প্রদর্শনী করা হচ্ছে। বেলা ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা এবং শেষ শো শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে। টিকিট মূল্য ১০০ ও ১৫০ টাকা।
এদিকে সালমান শাহ অভিনীত সিনেমাগুলো দেখতে দুইদিনে মধুমিতা হলে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। উৎসবের তৃতীয় দিন ২২ সেপ্টেম্বর দেখানো হবে সালমান অভিনীত ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তর অন্তরে’ এবং উৎসবের শেষ দিন ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নাই’ দেখানো হবে।