নিজস্ব প্রতিবেদক :
সুদিন আসবে এমন আশায় সব ভেদাভেদ ভুলে যেন এক হলেন বাংলাদেশী সিনেমার তারকারা। চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস থেকে শুরু করে শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, এমনিক হালের সিয়াম ও তাসকিনকে প্রথমবারের মতো দেখা গেলো টিএম ফিল্মসের আয়োজনে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বল রুমে আয়োজিত এক মিলনমেলায়। সেখানে হালের চিত্রনায়িকা শবনম বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন, অধরা খানও উপস্থিত ছিলেন। সবাই বললেন ফিরবে আবারও চলচ্চিত্রের সুদিন।
টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি সিনেমা নির্মাণের ঘোষণা নিয়ে এ আয়োজন করেছিলেন। তারা গান বাংলা চ্যানেলেরও মালিক। ‘মিউজিক ফর পিস’ স্লোগান নিয়ে তারা আন্তর্জাতিক সংগীতায়োজন করে আসছেন। এ আয়োজনে বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি ছিলেন প্রধান আকর্ষণ।
টিএম ফিল্মস এখন থেকে সিনেমার উন্নয়নে কাজ করবেন বলে জানান তাপস-মুন্নি। তারা নিয়মিত আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ করবেন বলেও ঘোষণা দেন। এ জন্য তারা শাকিব খানের কাছে শিডিউলও চান।
শাকিব খানের আরও খবর :
⇒ ‘সালমান শাহ জন্মোৎসব’ উদ্বোধনে শাকিব খান
⇒ জাহারা মিতু শাকিব খানের নতুন নায়িকা
⇒ নতুন ৪ ছবির অনুষ্ঠানিক ঘোষণা দিলেন শাকিব খান
তারকারা সবাই মঞ্চে দাঁড়িয়ে টিম ফিল্মসের সিনেমায় প্রযোজনা করার সিদ্বান্তকে স্বাগত জানান। গানকে যেভাবে তারা নতুন করে জাগিয়েছে একইভাবে তারা সিনেমা প্রযোজনা করে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন বলে আশা করেন তারকারা।
কৌশিক হোসেন তাপস ঘোষণা দেন, আগামী বছর থেকে এই মঞ্চে উপস্থিত প্রতিটি তারকাই টিএম ফিল্মসের নির্মিত ছবিতে কাজ করবেন। শেষে কৈলাস খের মঞ্চে গান পরিবেশন করেন। কৌশিক হোসেন তাপসও মঞ্চে গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।