বছরের অন্যতম ছবি হিসেবে আলোচনায় থাকা চলচ্চিত্র ‘পদ্মাপুরান’ আগামী নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক রাশিদ পলাশ।
তিনি জানান, এখন ছবিটি সম্পদনার কাজ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই ছবিটি সেন্সর বোর্ডে দেওয়া হবে। নভেম্বরের শেষের দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
পদ্মা তীরবর্তী জনগোষ্ঠীর জীবন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ইতিমধ্যে এর ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করা হয়। এরপর থেকে বেশ আলোচনার জন্ম দেয় সিনেমাটি।
এতে তিন চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী সাদিয়া মাহি। চরিত্রের প্রয়োজনে প্রথম চলচ্চিত্রেই তাকে নিজের চুল বিসর্জন দিতে হয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চম্পা, শম্পা রেজা, প্রসূন আজাদ, বিপাশা কবির, কায়েস চৌধুরী, শিমুল খান প্রমুখ।