নিজস্ব প্রতিবেদক :
মুক্তি পেলো সময়ের সম্ভবনাময় নায়ক আরিফিন শুভ ও আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ছবি ‘সাপলুডু’। ঢাকার স্টার সিনেপেক্স, সীমান্ত সম্ভার, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ সারাদেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
‘সাপলুডু’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটলো ছোটপর্দার জনপ্রিয় পরিচালক গোলাম সোহরাব দোদুলের। এদিকে এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মত জুটি বাধলেন শুভ-মিম। এর আগে তারা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘সাপলুডু’ নিয়ে ব্যাপক আশাবাদী পরিচালক ও অভিনেতা-অভিনেত্ররা। নির্মাতা দোদুল বলেন, ‘আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি মানসম্মত ভালো চলচ্চিত্র উপহার দেওয়ার। এখন বাকিটা তাদের উপর নির্ভর করছে।’
তিনি জানান, প্রথম সপ্তাহে ছবিটি ৪২ সিনেমা হলে মুক্তি দিচ্ছেন তারা। প্রথম দিন তারা ঢাকার সবগুলো সিনেমা হলে যাবেন। রোববারের পর থেকে যাবেন ঢাকার বাইরের সিনেমা হলগুলোতে।
‘সাপলুডু’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ দেশের বাইরে যাচ্ছে সিনেমা ‘সাপলুডু’
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটির শুটিং শুরু হয়েছিলো গত বছরের ২৭ অক্টোবর। শেষ হয় ৩ ডিসেম্বর। ঢাকা, মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশকিছু স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়।
‘সাপলুডু’ আরিফিন শুভ বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এর প্রধান কারণ ছবিটির গল্প। নির্মাণটাও অসাধারণ। ছবিটি দেখে দর্শকরা নিজেদের রিলেট করতে পারবেন।’
আরিফিন শুভ’র আরও খবর :
⇒ আরিফিন শুভ’র নতুন ছবি ‘সাপলুডু’
⇒ অভিনয় কর্মশালায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে শুভ
শুভ ও মিম ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, সালাহউদ্দিন লাভলু, রুনা খান, মারজুক রাসেল, সুষমা সরকার, শাহেদ আলীসহ আরও অনেকেই।
‘সাপলুডু’র মোট ৪টি গান গেয়েছেন আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার, কণা, তানভীর আলম সজীব, ইমরান, হৃদয় খান এবং পড়শি।