লেখক ও দেশের প্রথম নজরুল গবেষক, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। দীর্ঘ চার দশক ধরে তিনি গবেষণা করছেন নজরুলকে নিয়ে, তাঁর শিল্প সৃষ্টি নিয়ে। তিনি নজরুলকে নিয়ে সবচেয়ে তথ্যবহুল জীবনীগ্রন্থ রচনা করেছেন। এখনও তিনি নজরুলের বহুমুখী লেখনী ও শিল্প সৃষ্টি নিয়ে লিখছেন, গবেষণা করছেন। বর্তমানে তিনি নজরুলের সুস্থাবস্থায় করা গানের স্বরলিপি উদ্ধারের কাজ করছেন। প্রখ্যাত এই গবেষক নজরুলকে নিয়ে কথা বলতে এসেছিলেন জিটিভির ‘শিল্প বাড়ি’ অনুষ্ঠানে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি জিটিভিতে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল। উপস্থাপনায় আছেন সাহিত্যিক মনি হায়দার।
জাতীয় অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. রফিকুল ইসলাম এই অনুষ্ঠানে নজরুলের জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলছেন। বলেছেন নজরুলের শিল্প সাধনার নানা দিক নিয়ে।
জীবন ও শিল্প-সাহিত্যের নানা বিষয়, শিল্প অভিজ্ঞতা ও আঙ্গিক এ ধরণের নানা বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানে।
নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম দীর্ঘ অধ্যাপনা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল-গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। একুশে পদকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব পুরস্কারে ভূষিত হয়েছিলেন।