মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে জয় চৌধুরী
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন চিত্রনায়ক জয় চৌধুরী। বৃহস্পতিবার বিএফডিসিতে তিনি মনোয়ন পত্র জমা দেন। এছাড়াও এই প্যানেলে চমক হিসেবে থাকছেন চিত্রনায়ক রুবেল ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাঁরা দু’জন সহ-সভাপতি পদে নির্বাচন করবেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা আমাদের প্যানেলকে সমর্থন দিয়েছেন। এদের মধ্যে ডিপজল ভাই ও রুবেল ভাই আমাদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। এমন আরও অনেক চমক আসছে আমাদের প্যানেলে। আশা রাখি, গতবারের মতোই আসন্ন নির্বাচনে আমাদের সমর্থন দেবেন শিল্পীরা।’
চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘প্রথমবার কিংবদন্তীদের সাথে নির্বাচন করতেছি, এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক আগ থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে জড়িত থাকলেও আগে কখনও নির্বাচনে আসি নি। তবে এবার সিনিয়ারদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস পেয়েছি। আশা করছি নির্বাচিত হলে আগামী দুই বছর শিল্পীদের বিভিন্ন স্বার্থ রক্ষায় প্রতিনিধি হিসেবে কাজ করব।’
আগামী ১৮ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৫ অক্টোবর করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ১৮ অক্টোবর রাষ্ট্রীয় কিছু কাজে দেশের বাইরে থাকবেন বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিশা-জায়েদের প্যানেলের পাশাপাশি প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী-ডি এ তায়েবের প্যানেল থাকার কথা থাকলে এখন শোনা যাচ্ছে নির্বাচনে একাই লড়বেন মৌসুমী।