কন্ঠশিল্পী ডলি সায়ন্তনীর শ্রোতাপ্রিয় দুই জনপ্রিয় গান ‘বুড়ি হইলাম তোর কারণে’ ও ‘শ্যাম তুমি লীলা বোঝো’। নব্বই দশকের শুরুর দিকে গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও এ গানের আবেদর রয়েছে একইভাবে। এবার পুরনো এই দুটি গান আসছে নতুনভাবে। কথা ও সুর ঠিক রেখে নতুন আবহে গান দু’টি প্রকাশ করছেন ডলি।
সম্প্রতি দু’টি গানের মিউজিক ভিডিও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।রাজধানী মিরপুর ডিওএইচএসের স্টার টি ভিশন হাউসে গান দুটির দৃশ্যধারণ করা হয়েছে। গানের ভিডিওতে ডলি সায়ন্তনীর সঙ্গে রয়েছেন তাঁর যন্ত্রী দলের সদস্যরা। এটি নির্দেশনা দিয়েছেন আলী নূর আশিক।
ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে স্টুডিও বেইজড গান দু’টি শিগগিরই প্রচার হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এ বিষয়ে ডলি সায়ন্তনী জানান, সময় বদলেছে। গান শোনার সঙ্গে এখন দেখারও বিষয়। তাই এখন থেকে নিজের শ্রোতাপ্রিয় গানগুলোর নতুন সঙ্গীতায়োজন ও মিউজিক ভিডিও করার পরিকল্পনা করেছেন তিনি। সামনে শ্রোতাদের আরও গান উপহার দেওয়ার চেষ্টা থাকবে।