সান মিউজিক এন্ড মোশন পিকচার্ লিমিটেড প্রযোজিত, রুম্মান রশীদ খানের চিত্রনাট্য ও সংলাপে চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম সিনেমা বিশ্বসুন্দরীর শুটিং ও সম্পাদনার কাজ শেষে এখন চলছে ডাবিং।
ছবিটির ডাবিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক সিয়াম, চিত্রনায়িকা পরিমনি, ফজলুর রহমান বাবুসহ অন্যরা।
এ বিষয়ে শনিবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যটাসে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, প্রথম সব ডাবিং শেষ করলেন নিজ দায়িত্বে ফজলুর রহমান বাবু ভাই।ধন্যবাদ বাবু ভাই।
তার হাতে ২৩ টা সেলাই।তারপরেও বিকাল ৫ টা থেকে ১১ টা অবধি ডাবিং দিলেন।তিনি পরীমনি।ধন্যবাদ।আগের দিন অপেক্ষা করেছিলাম সিয়ামসহ। আর রানাসহ ফুল টীম।আসেন নাই। পরে জানলাম তার বাসা শিফটের পর এক্সিডেন্ট এর কথা।
তিনি লেখেন, যাই হোক।আমার জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।সবার আশির্বাদ আর প্রার্থনা অনেক প্রয়োজন আমার,আমাদের সবার। ধন্যবাদ আমার এডিটর জুয়েল ভাই।
গত ১৮ আগস্ট নির্মাতা চয়নিকা চৌধুরী তার প্রথম চলচ্চিত্র বিশ্বসুন্দরী’র শুটিং কাজ শুরু করেন। তিনি এর আগে ১৮ বছর অসংখ্য টেলিভিশন নাটক নির্মাণ করে জনপ্রিয়তার শীর্ষে উঠেন।