নিজস্ব প্রতিবেদক:
সম্পন্ন হলো বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমার শ্যুটিং। ষাটের দশকের একজন ত্যাগী বামপন্থী নেতার জীবনকে ঘিরে নির্মিত হয়েছে ছবিটি। ১৯৭১ সালে রাজাকাররা এই বামপন্থী বিপ্লবী নেতাকে হত্যা করে।
ইতোমধ্যে খুলনার বৈঠাঘাটা ও ফুলতলা উপজেলার গ্রামাঞ্চলে, দৌলতপুর স্টেশন, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জনিয়েছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। এখন ছবিটির সম্পাদনার কাজ চলছে।
গত ২৯ সেপ্টেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে শুটিং করার মধ্য দিয়ে এ চলচ্চিত্রের শুটিং শেষ হয়।
ছবিটির গল্পে দেখা যাবে খুলনা জেলার রূপসা নদীর পারে কর্ণপাড়া গ্রামে এক ক্ষয়িষ্ণু সামন্ত পরিবারে জন্ম নেওয়া মানবরতন মুখোপাধ্যায় শৈশবে পিতৃহীন তরুণ মানব বৃটিশ আমলে ‘অনুশীলন’ সমিতি ও পরে বামপন্থী আন্দোলনে যোগ দেন। তিনি কৃষক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে সবার কাছে ‘কমরেড মানবদা’ নামে পরিচিত হয়ে ওঠেন।
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ তানভীর মোকাম্মেলের ছবি ‘রূপসা নদীর বাঁকে’
⇒ রুপসা নদী বাঁকে’র প্রথম পর্বের শুটিং সম্পন্ন
মানবরতন মুখোপাধ্যায়ের জীবন কাটে বৃটিশ সরকার ও পরে পাকিস্তান আমলে জেল-জুলুম-নির্যাতন ও নানা সংগ্রামের মধ্য দিয়ে।১৯৭১ সালে তাকে জীবন দিতে হয় দেশদ্রোহী রাজাকারদের হাতে। দেশপ্রেমী, মানবপ্রেমী ভাগ্যতাড়িত এক বামপন্থী নেতা এবং তার সময় ও যুগকে নিয়েই নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’।
জাহিদ হাসান শোভন ছবিটির কেন্দ্রীয় চরিত্র বামপন্থি নেতার ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটির বৃদ্ধ বয়সের রূপদান করছেন খায়রুল আলম সবুজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, চিত্রলেখা গুহ, নাজিবা বাশার, কেরামত মওলা, বৈশাখী ঘোষ, ইকবাল আহমেদ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, মাসুম বাশারসহ অনেকে।
তানভীর মোকাম্মেল নিজেই ছবিটির চিত্রনাট্য করেছেন। চিত্রগ্রহণে ছিলেন নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। নির্মাতা জানালেন, ছবিটির বাজেট ৯৬ লাখ টাকা। এর মধ্যে ৫০ লাখ টাকা বাংলাদেশ সরকার অনুদান হিসেবে দিয়েছে। বাকি টাকা গণ-অর্থায়নের মাধ্যমে সংগ্রহ করেছেন তিনি। যেখানে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অর্থ দিয়েছেন।
এর আগে তানভীর মোকাম্মেল নির্মাণ করেন নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, রাবেয়া, জীবনঢুলিসহ বেশ কিছু চলচ্চিত্র। ছবিগুলো জাতীয় পুরস্কারসহ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়।