নিজস্ব প্রতিবেদক :
গত ২৭ সেপ্টেম্বর সারা দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত ‘সাপলুডু’। প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহেও ছবিটি ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় সিনেমাটি এখন দেশের বাইরে সাতটি দেশে মুক্তি পাচ্ছে।
আগামী ১২ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সিডনির হোয়াইটস ব্যাংকসটাউন সিনেমা হলে দুপুর ১২টায় সিনেমাটির প্রথম শো প্রদর্শিত হবে।
‘সাপলুডু’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ শুভ-মিম জুটির ‘সাপলুডু’তে দোদুলের অভিষেক
⇒ আরিফিন শুভ’র নতুন ছবি ‘সাপলুডু’
এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং অ্যাডেলেড শহরেও ‘সাপলুডু’ প্রদর্শন করা হবে বলে জানা গেছে। এরপর ‘১৮ অক্টোবর ইতালি, ২৬ অক্টোবর নিউ ইয়র্কে, ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এবং ১ ও ২ নভেম্বর লস এঞ্জেলসে ছবিটি দেখানো হবে।’
অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটির শুটিং শুরু হয়েছিলো গত বছরের ২৭ অক্টোবর। শেষ হয় ৩ ডিসেম্বর। ঢাকা, মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশকিছু স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়।
শুভ ও মিম ছাড়া ছবিটিতে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, রুনা খান, মারজুক রাসেল, হুমায়ূন সাধু ও শাহরিয়ার সজীবসহ অনেক তারকারা অভিনয় করেছেন।
‘সাপলুডু’র মোট ৪টি গান গেয়েছেন আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার, কণা, তানভীর আলম সজীব, ইমরান, হৃদয় খান এবং পড়শি।