টিভি নাটকের নীতিমালা করতে তথ্যমন্ত্রীর কাছে চার সংগঠনের দাবি
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
টেলিভিশন নাটকের মান অক্ষুণ্ন রাখতে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার জন্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে দাবি জানিয়েছেন নাটকের চার সংগঠন। টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত চারটি সংগঠন ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘের নেতারা বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত ছিলে। চার সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, এস এ হক অলিক, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, মাসুম রেজাসহ অনেকে।
এর আগে বেশকিছু সিদ্ধান্তে একমত হন এই চার সংগঠন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের অনাপত্তিপত্র ছাড়া কোনো অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, নাট্যকার নাটকের সাথে যুক্ত হতে পারবেন না।
আগামী ১ নভেম্বর থেকে এই চার সংগঠন নিজেদের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর করবেন বলেও জানা গেছে।