প্রেমিক নেহালের সঙ্গে ২৫ অক্টোবর সাবিলা নূরের বিয়ে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
এবার বিয়ের খবর শোনা যাচ্ছে শোবিজের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। আগামী ২৫ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি এমন খবরই চাউর হয়েছে সম্প্রতি।
জানা গেছে, সাবিলা নূরের হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল এসএটিভিতে কর্মরত আছেন।গ্রামের বাড়ি চাঁদপুর।
এরই মধ্যে ভারতে গিয়ে সাবিলা-নেহাল বিয়ের শপিং করেছেন বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যপারে সাবিলা নূর জানালেন, তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয়। শুরুতে বন্ধুত্ব এরপর একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন নেহাল। মাস তিনেক আগে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা হয়।
তিনি জানান, ২৫ অক্টোবর বিয়ে আর তার আগের দিন গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২৭ অক্টোবর বউভাত।
ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।