সিয়াম-মীমকে নিয়ে রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
এবার আসছে বিদ্যা সিনহা মীম ও সিয়াম আহমেদ অভিনীত রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হচ্ছে। বলিউডে এরই মধ্যে ‘ইত্তেফাক’ নামে দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। দুটি ছবিই একটি আরেকটির রিমেক। তবে এই দুই ছবির গল্পের সঙ্গে রাফির ছবির কোন মিল নেই বলে জানালেন তিনি। তিনি জানান, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা।
রায়হান রাফি জানান, ছবির গল্পের সাথে সামঞ্জস্য রেখে এর নাম চূড়ান্ত করা হয়েছে ‘ইত্তেফাক’। থ্রিলারধর্মী চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও নির্মাতা রায়হান রাফি।
রাফি বলেন, প্রথমে ছবিটির নাম রাখা হয়েছিল ‘জিহাদ’। পরে সেটি বদলে রাখা হয়েছে ‘ইত্তেফাক’। একজন পত্রিকার পাঠক হিসেবে ইত্তেফাক পড়ে আমার, আমাদের বড় হওয়া। না কোনো দৈনিকের সাথে গল্পের সম্পৃক্ততা নেই। কিন্তু দৈনিক ইত্তেফাক নামটির যে ওজন আর ব্যাপ্তি, তাতে দর্শকেরা দারুণভাবে রিলেট করবে নানান বিষয়ে।
উল্লেখ্য, ইতিমধ্যে রায়হান রাফি বিদ্যা সিনহা মীমকে নিয়ে শেষ করলেন ‘পরান’ সিনেমার শুটিং। আগামী বছরে তিনি ‘স্বপ্নবাজী’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।