বাংলাদেশের চিত্রনায়ক নিরব অভিনীত মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া ২.০’ এবার বাংলাদেশে প্রদর্শনের অনুমতি পেলো। এটি নিরবের প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছবিটি মালয়েশিয়ার ১১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিন এটি ২ লাখ ২০ হাজার রিঙ্গিত আয় করেছে বলে খবর মিলেছে।
ছবিটির পরিচালক নেমইউর। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছে ছবিটির চিত্রনায়ক ও বাংলাদেশ সমন্বয়ক নিরব। চিত্রনির্মাতা অনন্য মামুনের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রদর্শিত হবে ছবিটি ।
নিরব জানান, সিনেমাটি মালয়েশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন এর ডাবিংয়ের কাজ চলছে। সেন্সর হওয়ার পর নভেম্বরে চলচ্চিত্রটি দেশের পর্দায় প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে।