৬ সাংস্কৃতিক ব্যাক্তি পাচ্ছেন রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
দেশের সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৬ সাংস্কৃতিক ব্যাক্তিত্বকে দেওয়া হচ্ছে রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা স্মারক।সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেওয়া হচ্ছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গুণিজনদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এবারের সম্মাননা পাচ্ছেন- থিয়েটারে ঝুনা চৌধুরী, আবৃত্তিতে মীর বরকত, চারুকলায় আশরাফুল আলম পপলু, নৃত্যে মুনমুন আহমেদ, সঙ্গীতে কমল খালিদ ও প্রবাসী সংস্কৃতিজন ও চলচ্চিত্র নির্মাতা গোলাম মোস্তফা।
সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবন্তী পাল তন্বী জানান, সংগীত-সরণির প্রতিষ্ঠাতা রাসমোহন ভৌমিক স্মরণে ও সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা স্মারক দিতে যাচ্ছি। এখন থেকে এটি চালু থাকবে। প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন সংগীত-সরণির প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক নিরঞ্জন অধিকারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।