জাহিদুর রহিম অঞ্জন ও আকরাম খান পাচ্ছেন ‘ঋত্বিক ঘটক পুরস্কার’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
এবারে ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের চার নির্মাতা ও গবেষক। মঞ্চ ও চলচ্চিত্রে অবদানের জন্য তারা এ পুরস্কার পাচ্ছেন। আগামী ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে তার পৈতৃক ভিটা রাজশাহীতে আয়োজিত উৎসবে গুণীজনদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলাদেশ থেকে এ পুরস্কার পাচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন। তিনি ‘মেঘমল্লার’ সিনেমার জন্য খ্যাতি অর্জন করেন। এদিকে ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র সমালোচক ও এবং থিয়েটার অভিনেতা কাজি সাইয়িদ হোসেন দুলাল বাংলাদেশ থেকে পুরস্কার পাচ্ছেন। কলকাতা থেকে শ্যামল কর্মকার পাচ্ছেন এ পুরস্কার।
প্রতি বছর ঋত্বিক কুমার ঘটকের নামে সিনেমা ও থিয়েটারে বিশেষ ভূমিকা রাখাদের এ পুরস্কার দেয়া হয়। উৎসবে ঋত্বিক ঘটকের বেশকয়েকটি ছবি দেখানো হবে। আয়োজিত হবে চলচ্চিত্র সমালোচকদের একটি কনফারেন্সও। শ্যামল কর্মকার ও আকরাম খানের উদ্যোগে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে।