নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০১৯-২১) নির্বাচনে পুরো প্যানেল নিয়ে জয়ী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান। আগামী ৩০ অক্টোবর মিশা-জায়েদের শপথ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী কালচারাল ইয়ার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে দুই বছরের জন্য তারা শপথ গ্রহণ করবেন। নির্বাচন কমিশনের প্রধান ইলিয়াস কাঞ্চন তাদেরকে শপথবাক্য পাঠ করাবেন।
শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলীসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আরও খবর :
⇒ শিল্পী সমিতির নির্বাচনে আবারও মিশা-জায়েদের জয়জয়কার
এরআগে গত ২৫ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৪৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন শিল্পী। এতে মিশা-জায়েদের পুরো প্যানেল জয়লাভ করে।
নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল ছাড়া অন্য কোন প্যানেল না থাকলে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা প্রতিদ্বন্ধিতা করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি ডিপজল ও রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ ফরহাদ।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা।