দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি ভারতে মুক্তির পর এবার বাংলাদেশের ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এদিকে জয়া অভিনীত বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খাঁচা’ যাচ্ছে ভারতে।
সাফটা চুক্তির মাধ্যমে এই দুটি ছবি বিনিময় হচ্ছে। আগামী ৮ নভেম্বর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত সিনেমা ‘কণ্ঠ’ ঢাকায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আমদানি প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই নীতির আওতায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ মুক্তি পাচ্ছে কলকাতায়। জয়া আহসান ছবি দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তবে কলকাতায় ছবিটি মুক্তি পাওয়ার ব্যাপারে এখনও দিনক্ষণ জানানো হয়নি।
এ প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছেন, রাষ্ট্রের নিয়ম মেনে বাংলাদেশে ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে। বিনিময়ে যাচ্ছে এ দেশে মুক্তিপ্রাপ্ত ‘খাঁচা’ ছবিটি। এই ধরনের ছবি যাওয়া–আসা হলে দুই দেশের ছবি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে বলেও জানান তিনি। এতে ব্যবসায়িক বাজারও তৈরি হবে বলে মনে করেন জয়া। দুটি ভালো মানের ছবি আমদানি–রপ্তানিতে খুশি জয়া আহসান।
জানা গেছে, কণ্ঠ চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ঢাকায় আসছেন।
আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘খাঁচা’ ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর মুক্তি পায়। এদিকে এ বছরের ১০ মে ভারতে মুক্তি পায় ‘কণ্ঠ’।