জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি দমন কমিশন-আকসুকে না জানানোর ঘটনায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞা পাওয়া এ ঘটনা কাঁদিয়েছে দেশের ক্রিকেটপ্রেমী সকল মানুষকে। এ নিয়ে অনলাইন ও অফলাইন সব জায়গায় বইছে ঝড়। এ ঝড়ে সামিল শো-বিজ তারকারাও। বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিবের এ দু:সময়ে সবাই তার পাশে আছে, সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানও তাঁর পাশে আছে বলে জানান।
জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুকের ভেরিফায়েড পেজে সাকিবের পাশে থাকার কথা জানিয়ে লেখেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবেন না! ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এমনটাই আশা করি। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই দুঃসময়ে আমি তার পাশে আছি, আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ তার পাশে থাকবেন।
শাকিব বলেন, সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী। ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত। আশা করি সামনে সাকিব আমাদের আরো গর্বিত করবেন।