লিন্ডসে এ্যালান চেইনী। তিনি নিউজিল্যান্ডের নাগরিক। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠা করেছেন ইউসেপ বাংলাদেশ। বাংলাদেশে চেইনী এসেছিলেন উন্নয়নমূলক কাজ করতে। কাজের সূত্রে আসা-যাওয়ার মধ্যেই তিনি দেখলেন পথের ধারে অনেক শিশু। যাদের পরিবার নেই, নেই থাকার বাসস্থান। তিনি দেখলেন ১০/১২ বছর বয়সী এ সব শিশু স্কুলে না গিয়ে বেঁচে থাকার জন্য পত্রিকা বিক্রি করছে। জুতা পলিশ করছে। বাজারে মিন্তির কাজ করছে। মেয়েরা ঢাকার রাস্তায়, রাস্তায় ফুলের মালা ও ফুলের তোড়া বিক্রি করছে। বাড়িতে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। চেইনী এসব ভাগ্যহীন ভাসমান শিশুদের জন্য কিছু একটা করতে চাইলেন। সেই থেকে শুরু।
লিন্ডসে এ্যালান চেইনীর এ সব উন্নয়ণমূলক কর্মকাণ্ড নিয়ে তাহসিনা আহমেদের ভাবনায় সুশান্ত শুভ নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র Help to learn : skills to earn! চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন কুমার প্রিতিশ বল ও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন শেখ আজিজুর রহমান মিতুল।
প্রামাণ্যচিত্রটিতে অভিনয় করেছেন প্রফেসর রহমত আলী ও শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। প্রামাণ্যচিত্রটির সহযোগী পরিচালক শেখ আজিজুর রহমান মিতুল জানান, প্রামাণ্যচিত্রটির শুটিং হয়েছে মিরপুর, সেগুনবাগিচা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউট ও ভাষানটেকে। গত ১৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছবিটির শুটিং করা হয়।
প্রামাণ্যচিত্রটিতে ইউসেপ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে দেখানো হয়। চিত্রটি থেকে জানা যায়, ইউসেপ বাংলাদেশ ৩ থেকে ৬ মাসের চাহিদাভিত্তিক ২১টি ট্রেডের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে, যা কিনা জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো সংক্ষেপে এনটিভিকিউএফ অনুসরণ করে পরিচালিত হয়।
এছাড়া ১৬টি শিল্প, কারখানা, ব্যবসায়ী এবং প্রকল্পের চাহিদাভিত্তিক স্বল্প মেয়াদী কোর্স আছে। ৫টি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। এখান থেকে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি সংক্ষেপে আরপিএল অর্জন এবং সক্ষমতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি সংক্ষেপে সিবিটিঅ্যান্ডএ প্রশিক্ষণ গ্রহণ যায়। এছাড়াও দক্ষতাভিত্তিক শিখন উপকরণ সংক্ষেপে সিবিএলএম, দক্ষতাভিত্তিক লগবুক উন্নয়ন এবং পর্যালোচনার সুযোগ রয়েছে।