৮ নভেম্বর লিট ফেস্টে প্রদর্শিত হবে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলন ঢাকা লিট ফেস্ট। লিট ফেস্টের ২য় দিন ৮ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবনীভিত্তিক ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রদর্শন করা হবে। ছবিটি নির্মাণ করেছেন পিপলু আর খান। এই ফেস্টে নির্মাতা পিপলু আর খানসহ প্রযোজক রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র কথা বলবেন।
গত বছরের নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। এরপর বিদেশেও মুক্তি পায় ছবিটি। আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসাও কুড়িয়েছে।
৮ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ছবিটি দেখানো হবে । ছবি প্রদর্শনীর পর আঞ্জুমের উপস্থাপনায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ নিয়ে কথা বলবেন ‘সিআরআই’-এর পক্ষে ডকুফিল্মটির প্রযোজক রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, নির্মাতা পিপলু আর খান ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।
ছবিটি প্রদর্শনের পর আলোচনা ও দর্শকের প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রতিবছরের মতো ঢাকা লিট ফেস্ট-এর আয়োজনে এবারও দেশ-বিদেশের প্রথিতযশা সাহিত্যিকদের উপস্থিতিতে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। এছাড়া থাকছে লেখক-পাঠক সরাসরি প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা ও বইমেলা।
তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান দেখার লিংক https://www.dhakalitfest.com। এই লিঙ্কে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে।