নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো দেশি ছবি ‘বেগমজান’ ও আমদানিকৃত চলচ্চিত্র ‘কণ্ঠ’। ঢাকাসহ সারাদেশের ২৮টি হলে মুক্তি পেয়েছে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘বেগমজান’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ২২ হলে মুক্তি পেয়েছে।
মাদক নিয়ে নির্মিত ‘বেগমজান’ সিনেমার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নিশাত জেরিন অরিন ও সাইফ খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, শিরিন শিলা, তানিন সুবহা, অভি প্রমুখ।
‘বেগমজান’ ছবি যেসব হলে মুক্তি পেয়েছে, অভিসার – ঢাকা, চিত্রামহল – ঢাকা, সৈনিক ক্লাব – ঢাকা, জোনাকি – ঢাকা, পুরবী – ঢাকা, গীত – ঢাকা, এশিয়া – ঢাকা, মুক্তি – ঢাকা, পুনম – ঢাকা, নিউ গুলশান – ঢাকা, মতিমহল – ঢাকা, ঝংকার – পাঁচদোনা (নরসিংদী), পান্না – মুক্তারপুর, শাপলা – রংপুর, চন্দ্রিমা – শ্রীপুর, চাঁদমহল – কাঁচপুর, চলন্তিকা – গোপলদী, সংগীতা – সাতক্ষীরা, পুরবী – ময়মনসিংহ, বিজিবি – সিলেট, মানসি – কিশোরগঞ্জ, বনলতা – ফরিদপুর, মালঞ্চ – টাংগাইল, নিউ মেট্রো – নারায়ানগঞ্জ, রাজিয়া – শরীয়তপুর, মাধবী – মধুপুর এবং মনিকা – শায়েস্তাগঞ্জ।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি ভারতের পর এবার বাংলাদেশে মুক্তি পেলো। সাফটা চুক্তির আওতায় এই ছবির বিপরীতে জয়া অভিনীত বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খাঁচা’ যাচ্ছে ভারতে।
এসংক্রান্ত আরও খবর :
⇒ জয়ার দুই ছবি বিনিময়: যাচ্ছে ‘খাঁচা’, আসছে ‘কণ্ঠ’
ক্যানসারের সঙ্গে লড়াই করা একজন ব্যক্তির জীবনের গল্প নিয়ে নির্মিত ‘কণ্ঠ’। এতে জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম, চিত্রা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমূখ।
জয়া আহসান এর আরও খবর :
⇒ আহমদ ছফার ‘তায়েবা’ জয়া
⇒ ওপারে জয়া আহসানের জন্মদিন
⇒ অতনু ঘোষ ও প্রসেনজিৎ-এর সঙ্গে জয়া আহসান
যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’, স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, স্টার সিনেপ্লেক্স – ঝিগাতলা সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স – মহাখালী এসকেএস টাওয়ার, সিলভার স্ক্রিন – চট্টগ্রাম, বলাকা সিনেওয়ার্ল্ড – নিউ মার্কেট, মধুমিতা – মতিঝিল, শ্যামলী সিনেমাস – শ্যামলী, আলমাস – চট্টগ্রাম, সিনেমা প্যালেস – চট্টগ্রাম, শংখ – খুলনা, লিবার্টি – খুলনা, ছায়াবানী – ময়মনসিংহ, অভিরুচি – বরিশাল, নন্দিতা – সিলেট, চম্পাকলি – টঙ্গী, বর্ষা – জয়দেবপুর, মম ইন – বগুড়া, মণিহার – যশোর, রূপকথা – পাবনা, সোনিয়া – বগুড়া ও মডার্ন – দিনাজপুর।