বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ অবলম্বনে ইতিমধ্যে নির্মিত হয়েছে নাটক ও চলচ্চিত্র। পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মাণ হয়েছে শ্রীকান্তকে নিয়ে। এবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত নির্মাণ করবেন ‘শ্রীকান্ত’ অবলম্বনে তিনটি ছবি।
আগামী বছরের জানুয়ারিতে তিনটি সিনেমার সিরিজের প্রথমটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অঞ্জন দত্ত। তিনি জানান, সত্তর দশকের নকশালী আন্দোলনের পটভূমিতে নির্মিত হবে প্রথম ছবিটি। এতে শ্রীকান্ত’র বন্ধু ইন্দ্রনাথের অ্যাডভেঞ্চার নিয়ে গল্প এগোবে।
অঞ্জন দত্ত বলেন, ’শ্রীকান্ত’ একটি রাজনৈতিক উপন্যাস যা ৭০ দশকের নকশালী আন্দোলনের সময়কে নিয়ে লেখা। শরৎচন্দ্র ১৯১৭ থেকে ১৯৩৩ পর্যন্ত চার পর্বে ‘শ্রীকান্ত’ উপন্যাস শেষ করেন। এটি সে সময়কে উপস্থাপন করবে। আজকের পটভূমিতেও এ গল্পটি প্রাসঙ্গিক। এজন্যই উপন্যাসটি কালোত্তীর্ণ।
এর আগে ১৯৫৮ সালে বাংলাদেশে বুলবুল আহমেদ নির্মাণ করেন ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ ছবিটি। ওপার বাংলায় ২০০৪ সালে নির্মিত হয় ‘ইতি শ্রীকান্ত’ ছবিটি।