নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজার নির্মানাধিন ‘রিকশা গার্ল’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে সুপারস্টার শাকিব খানের অভিনয় করার কথা ছিলো। কিন্তু ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারছেন না। তাই তার পরিবর্তে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ওই চরিত্রে অভিনয় করবেন। এমনটাই জানিয়েছেন ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা।
তিনি জানান, শাকিব খান ব্যস্ত মানুষ। সময় দেবেন দেবেন করেও তিনি এই ছবিতে সময় দিতে পারছেন না। আমরাও আর অপেক্ষায় থাকতে থাকতে পারছি না। তাই সিয়াম আহমেদ ওই অতিথি চরিত্রটিতে অভিনয় করবে।
ইতোমধ্যে সিয়ামের সাথে কথা বলেছেন অমিতাভ রেজা। তিনি জানান, সিয়ামের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। সে কাজটি করবে বলে সম্মতি দিয়েছে। তবে এখনও শুটিংয়ের দিনক্ষণ ঠিক হয়নি। তবে খুব তাড়াতাড়ি সিয়ামের সিডিউল নিয়ে ‘রিকশা গার্ল’ সিনেমার কাজটি শেষ করতে চান নির্মাতা অমিতাভ।
বর্তমানে সিয়াম দেশের বাইরে আছে। তবে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, অমিতাভ রেজার মতো একজন বড় মাপের পরিচালক যদি বলেন, তাঁর চলচ্চিতে আমাকে প্রয়োজন। তাহলে একজন শিল্পী হিসেবে আমার অবশ্যই তাকে সময় দেওয়া উচিত। তাঁর সিনেমায় কিছুটা অবদান রাখতে পারলে, আমারও নিজের কাছেও অনেক ভালো লাগবে।
সিয়াম আহমেদের আরও খবর :
⇒ সিয়াম-মীমকে নিয়ে রায়হান রাফির নতুন সিনেমা ‘ইত্তেফাক’
⇒ পিয়া ও মাহির পর ‘স্বপ্নবাজি’তে সিয়াম
⇒ চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’-তে সিয়াম-পরী
নাইমা নামের একজন মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার প্লট। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অসুস্থ বাবার রিকশা নিয়ে পুরুষ বেশে রাস্তায় বের হয় নাইমা। তাঁর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপট নির্মাণ হবে এ সিনেমায়। এ ছবিতে ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং তুলে আনা হবে। পাশাপাশি থাকবে অ্যানিমেশনও।
জানা গেয়ে, ইতোমধ্যেই ছবির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। বাকি আছে মাত্র দুই দিনের শুটিং। ‘রিকশা গার্ল’ সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন নভেরা রহমান।
রিকশা গার্ল সিনেমার আরও খবর :
⇒ অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’র শুটিং চলছে
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি। ছবির চিত্রনাট্য করেছেন নাফিজ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস চলচ্চিত্রটি প্রযোজনা করছেন ।
এর আগে অমিতাভ রেজা নির্মাণ করেন ‘আয়নাবাজি’। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।