বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের জীবনযুদ্ধের ব্যতিক্রমী টেলিছবি ‘সাঁতার’-এর সূচনা সঙ্গীতে সুর ও কণ্ঠ দিয়েছেন সময়ের উদিয়মান সঙ্গীতশিল্পী খায়রুল ওয়াসী। টেলিছবিটি আগামী ২২ নভেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে।
তুষার কান্তি সরকারের রচনায় ‘সাঁতার’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামানসহ আরও অনেকে।
‘বুকের জমিন খুঁইড়া পুঁতছি দুঃখ নামের গাছ / মনের চুলায় তুষের আগুন হাওয়ায় দিছি আচ / জীবন আন্ধার পিন্দা রাইত / পীরিত নিঠুর নীল বরাত…’ কথাগুলো গেঁথেছেন তুষার কান্তি সরকার। সুর করার পাশাপাশি ভরাট কণ্ঠ দিয়ে শ্রোতাদের কাছে জীবন্ত করে তুলেছেন খায়রুল নিজেই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আজম বাবু।
খায়রুল ওয়াসী ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’ ২০১৬ সালের ফার্স্ট রানারআপ। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পাশাপাশি ছায়ানট থেকে লোক সঙ্গীতের ওপর অনেক বছর গানের তালিম নিয়েছেন। বর্তমানে তিনি ছায়ানটে শিক্ষকতা করছেন।
অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ সিনেমায় কণ্ঠ দেয়ার মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাকে অভিষেক হয় তার।
বর্তমানে নিজেই লিখছেন গান। আবার গানেও সুর করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের থিম সংয়ের সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া ঢাকা কলেজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ বেশ কিছু প্রতিষ্ঠানের থিম সং করা হয়েছে।
‘গাঁয়ের নামটি পলাশপুর’ টেলিছবির গানে সুর ও কণ্ঠ দিয়ে হয়েছেন দর্শক নন্দিত। এছাড়াও গেয়েছেন ওয়াজেদ আলী লাভলুর পরিচালিত ‘অজানা পথ’ নামে ১২৬ পর্বের একটা ধারাবাহিক নাটকের আবহ সঙ্গীত। আসন্ন ‘মাশরাফি ফ্যান’ নাটকেরও সূচনা সঙ্গীত গেয়েছেন তিনি।
সম্প্রতি ধ্রুব মিউজি স্টেশন থেকে এ আর রাজের কথা ও সুরে ’আমার কষ্টের ও জল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
পরিশ্রমী এই শিল্পী প্রায় তিনশত গানের সুর করেছেন। নিয়মিত গানের সুর করার পাশাপাশি গাইছেন গান।