বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। সঙ্গীতনির্ভর এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইতোমধ্যেই বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। আগামী ডিসেম্বরে ছবি মুক্তি পাবে বলে জানান পরিচালক সাদাত হোসাইন।
নির্মাতা জানান, কিছুদিন আগে সেন্সরের জন্য চলচ্চিত্রটি জমা দেয়া হয়েছিলো। গত মঙ্গলবার বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাঢোল প্রযোজিত ১০৫ মিনিটের এই চলচ্চিত্রে নয়টি গান ব্যবহার করা হয়েছে। সবগুলো গানই গেয়েছেন আসিফ আকবর। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী আসিফ জানান, ৯ গানের এই মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ তার জন্য একটি নতুন অভিজ্ঞতা, যার সবগুলো গানই তার গাওয়া এবং মূখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি। সিনেমায় দর্শক তাকে নতুনরূপে পাবে বলে জানান এই জনপ্রিয় কন্ঠশিল্পী।
ছবির অধিকাংশ গানের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক তরুন মুন্সী। রাজীব আহমেদ লিখেছেন ২টি গান আর পরিচালক সাদাত হোসাইন লিখেছেন একটি গান। এছাড়া পার্থ মজুমদারের সঙ্গীত পরিচালনায় ‘বন্ধু তোর খবর কি রে’ শিরোনামের গানটির সুর করেছেন পল্লব স্যানাল।
‘গহীনের গান’ চলচ্চিত্রে আসিফ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, কাজী আসিফ, তানজিকা আমিন, আমান রেজা, তুলনাসহ আরও অনেকে।
ছবির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। বিদ্রোহী দীপন ছিলেন ছবিটির ডিওপি।