নিজস্ব প্রতিবেদক :
ঢালিউডের সুপারস্টার শাকিব খান আর টলিউডের সুপারস্টার দেব। দুই নায়কই দুই দেশে ব্যাপক জনপ্রিয়। যৌথ প্রযোজনার বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করায় ওপার বাংলায়ও শাকিব বেশ জনপ্রিয়। এবার সাফটা চুক্তির ভিত্তিতে তাদের সিনেমার বিনিময় হচ্ছে।
শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির পরিবর্তে বাংলাদেশে আসছে দেব অভিনীত সিনেমা ‘পাসওয়ার্ড’। ‘ক্যাপ্টেন খান’-এর প্রযোজক ও ‘পাসওয়ার্ড’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরে ঈদুল ফিতর উপলক্ষে দেশে মুক্তি পেয়েছিলো অ্যাকশন থ্রিলার ‘ক্যাপ্টেন খান’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। দেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি বেশ সফলতা পায়।
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার আশিষ বিদ্যার্থী, বাংলাদেশের সম্রাট, মিশা সওদাগর, অমিত হাসান, বড়দা মিঠু, শিবা শানু, সাদেক বাচ্চু, ডনসহ অনেকে।
সুপারস্টার শাকিব খানের আরও খবর :
⇒ বিশ্বসেরা সাকিবের পাশে সুপারস্টার শাকিব
⇒ শাকিব খানকে নিয়ে জাকির হোসেন রাজুর সিনেমা
⇒ সালমানের জন্মদিনের কেক কাটলো ‘সৌভাগ্যবান’ শাকিব
⇒ শাকিব খান ২৪, বুবলী ২৭
অপরদিকে এই দূর্গাপূজায় কলকাতায় মুক্তি পেয়েছিলো ‘পাসওয়ার্ড’। কমলেশ্বর মুখার্জির রচনায় ও পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন দেব।
দেবের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও বিভিন্ন চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, আদৃত রায়সহ আরও অনেকে অভিনয় করেন।
শাপলা মিডিয়া পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে ‘পাসওয়ার্ড’ সেন্সরের জন্য জমা দেয়া হবে। ছাড়পত্র পেলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তবে আগামী ২৯ নভেম্বর ‘পাসওয়ার্ড’ মুক্তি দেয়া পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
আরও খবর :
⇒ প্রেক্ষাগৃহে ৩ ছবি: ন ডরাই ৮, ইন্দুবালা ১২ ও পাসওয়ার্ড ৩২
জানা গেছে, ২৯ তারিখ মুক্তি পেলে ২৬ নভেম্বর দেব, রুক্মিণী ও ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি ছবির প্রচারণা ঢাকায় আসবেন।