‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম মাতালেন ঢালিউড কিং শাকিব খান। ভারত পাকিস্তানের জনপ্রিয় তারকাদের মাঝে একমাত্র বাংলাদেশি হিসেবে নিজ সিনেমার গানে পারফরমেন্সের মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শাকিব খান মঞ্চে ওঠেন রাত ১০টার দিকে। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে মঞ্চে ঢাকা হয় তাকে। তার পারফরমেন্স শুরু হয় ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে। এরপর সোয়াগদে, পাগল মন, বেবি জান গানে পারফর্ম করেন মঞ্চ কাঁপিয়েছেন বাংলাদেশি এই সুপাস্টার। মাতিয়ে তোলেন পুরো জায়েদ স্টেডিয়াম।
শাকিব খানের পাশাপাশি একই মঞ্চে পারফরমেন্স করেন দক্ষিণী মেগাস্টার মামোত্তি, পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম, বলিউড নায়িকা রাকুল প্রীত সিং, দক্ষিণী মডেল ও অভিনেত্রী পার্বতী নায়েরসহ আরও অনেকে।