নিজস্ব প্রতিবেদক :
দেহতত্ত্ব আর মাটির গান লোকসঙ্গীত। যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষের হদয়ে ঠাঁই করে আছে এ সঙ্গীত। এ সঙ্গীত মানুষের একেবারে অন্তরাত্নায় আঘাত হানে। চার বছর ধরে এশিয়ার লোকসঙ্গীতের সবচেয়ে বড় আসর বসছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। এর ধারাবাহিকতায় এবার সান ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চমবারের মতো ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’ আয়োজন করা হয়। তিনদিনব্যাপী এ আয়োজনের পর্দা নামলো শনিবার (১৬ নভেম্বর) রাতে।
শেষ দিনে দর্শকদের উপচে পড়া ভিড় আর বাঁধভাঙা উল্লাস মাতিয়ে রাখে আর্মি স্টেডিয়াম। ফোক ফস্টের শেষ দিনের আয়োজনে দর্শক মাতিয়েছেন বাংলা লোকসঙ্গীতের এক অনন্য নাম আলহাজ্ব আব্দুল মালেক কাওয়াল, জনপ্রিয় লালন সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, রাশিয়ার কারেলিয়া অঞ্চলের জনপ্রিয় ব্যান্ড সাত্তুমা এবং উপমহাদেশের বিখ্যাত সুফি ব্যান্ড পাকিস্তানের জুনুন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফেস্টিভালের পর্দা উঠে। ফোক ফেস্টের এবারের আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী অংশ নেন। প্রতিবারের মতো এবারও দর্শক বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেছেন। অনুষ্ঠানটির টিভি সম্প্রচার করেন মাছরাঙা টেলিভিশন। এছাড়াও অনুষ্ঠানটি রেডিও দিনরাত-এ লাইভ প্রচার করে।
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’-এর আরও খবর :
⇒ ব্যতিক্রমী প্রচারণায় ‘বিশ্বসুন্দরী’
এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিলো মেরিল, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, সাপোর্টেড বাই রাঁধুনী, ডিজিটাল পেমেন্ট পার্টনার ডিমানি, রেজিস্ট্রেশন পার্টনার সহজ, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস্ লিমিটেড, হসপিটালিটি পার্টনার ফোর পয়েন্টস বাই শেরাটন, রেডিও পার্টনার রেডিও দিনরাত, ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, বেভারেজ পার্টনার ফ্রেশ, ইন্টারনেট পার্টনার ভিশন টেকনোলজিস লিমিটেড, পিআর পার্টনার মিডিয়াকম, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন।
বৃহস্পতিবার থেকে শনিবার, এ তিনদিন বৃহৎ লোকগানের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’ উপভোগে নাগরিক জীবনে একটু স্বস্তির পরশ এনে দিয়েছিলো। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মাতিয়ে রেখেছিলো নগরবাসীকে।
সঙ্গীতাঙ্গনের আরও খবর :
⇒ শুভ জন্মদিন কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা
⇒ প্রয়াণ দিবসে শ্রদ্ধা রুপালী গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু
⇒ হাসপাতালের বিছানায় এন্ড্রু কিশোরের ৬৪তম জন্মদিন
⇒ টেলিছবি ‘সাঁতার’র সূচনা সঙ্গীতে খায়রুল ওয়াসী