টলিউডের বিউটি কুইন খ্যাত নায়িকা নুসরাত জাহান অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তিনি ভারতের গত লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্যও নির্বাচিত হন।
রোববার রাতে অসুস্থ হয়ে পড়ায় নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ভারতের পত্রিকাগুলো এ খবর প্রকাশ করে। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর প্রকাশ হয়।
হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন পরিবার ও স্বজনরা নুসরাতের সুস্থতার জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। এদিকে সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।