নিজস্ব প্রতিবেদক :
‘‘ক্যাসিনো’ সিনেমাটি তার ছিলো’ – পরিচালক রফিক শিকদারের এমন দাবির প্রতিবাদ জানিয়েছেন ‘ক্যাসিনো’ প্রযোজক রাজিব সরওয়ার। নাম উল্লেখ না করে রাজিব বিষয়টাকে মিথ্যে, বানোয়াট ও হাস্যকর বলে আখ্যায়িত করেন। পাশাপাশি জানান, ‘ক্যাসিনো’ ছবি নিয়ে পরিচালক সৈকত নাসির এবং নায়ক নিরব ছাড়া অন্য কারো সাথে তার কোন আলোচনাই হয় নি।
গতকাল সোমবার (১৮ নভেম্বর) কালচারাল ইয়ার্ডের সঙ্গে একান্ত আলাপে পরিচালক রফিক শিকদার বলেন, ‘‘ক্যাসিনো’ নামে যে মুভিটা হচ্ছে বা করছে। এটা আমার মুভি ছিলো। আমার অজান্তে নিরব এটার পেছনে কলকাঠি নেড়ে প্রডিসারকে বাগিয়ে নিয়ে সৈকত নাসিরকে দিয়েছে। তখন আমি তাকে আমার ‘বসন্ত বিকেল’ থেকে বাদ দিয়েছি।’ মুলত ক্যাসিনো কেলেঙ্কারির কারণেই নিরব বাদ! যেটা আমি আশা করি নাই।’
এ প্রসঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমার প্রযোজক রাজিব সরওয়ার এক ফেইসবুক স্টাট্যাসে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘‘ক্যাসিনো’ নামের যে সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে সেটার প্রযোজক আমি।আমার কানে এসেছে, একজন পরিচালক ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াচ্ছেন ‘ক্যাসিনো’ নামটা এবং গল্পভাবনা নাকি তারই! যেটা পুরোপুরি হাস্যকর। একইসাথে মিথ্যে বানোয়াট। এটা আমার হাসির খোরাক যুগিয়েছে।’
রাজিব সরওয়ার বলেন, ‘শুরু থেকেই ‘ক্যাসিনো’ নিয়ে পরিচালক সৈকত নাসির এবং নায়ক নিরবের সাথে আমার আলাপ হয়েছে। সেভাবেই আমরা পরিকল্পনা মাফিক এগিয়েছি। সর্বশেষ বুবলী যুক্ত হয়েছেন এ প্রজেক্টে। এ সিনেমা মাধ্যমে চলচ্চিত্রে মাধ্যমে দর্শকদের সত্যি নতুন কিছু উপহার দিতে চাইছি।’
তিনি আরও বলেন, ‘অন্য কোনো পরিচালক এ সিনেমা কোনো আলাপই হয়নি। মানুষের সিমপ্যাথি পাওয়ার জন্য এমন মিথ্যেচার কেউ করতে পারে সেটা ওই পরিচালককে না দেখলে বুঝতাম না। স্পষ্টভাবে বলতে চাই, ‘ক্যাসিনো’ সিমপ্লেক্স প্রডাকশন প্রযোজিত প্রথম সিনেমা। সৈকত নাসির-নিরব ছাড়া কেউ এখানে যুক্ত ছিলেন না।’
‘ক্যাসিনো’ সিনেমা সংক্রান্ত আরও খবর :
⇒ ‘ক্যাসিনো’ কেলেঙ্কারির কারণেই নিরব বাদ: ‘বসন্ত বিকেল’র পরিচালক
⇒ নিরব-বুবলির নতুন সিনেমা ‘ক্যাসিনো’, শুটিং শুরু ২০ নভেম্বর
নাম উল্লেখ না করে ক্যাসিনো নিজের ছবি দাবি করা পরিচালকের উদ্দেশ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল’ এর কর্ণধার বলেন, ‘যিনি মিথ্যাচার ছড়াচ্ছেন তাকে বলছি, নিজের কাজটা সঠিকভাবে করুন। পরিচালক পেশার অসম্মান না করে পেশাদারিত্বের রক্ষা করুক কাজ দিয়ে। আপনার মস্তিস্কের সুস্থতা কামনা করছি।’
এর আগে গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ‘ক্যাসিনো’ ও ‘বসন্ত বিকেল’ সিনেমার ফাস্ট লুক।
‘ক্যাসিনো’র পোস্টারে দেখা যায়, ছবির নায়ক নিরব ও নায়িকা শবনম বুবলি। অপরদিকে বেশ কিছুদিন আগে ঘোষণা দেওয়া ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের ফাস্ট লুকে দেখা গেলো নায়িক-নায়িকা বদলে গেছে। নিরবের পরিবর্তে শিপন মিত্র এবং উষ্ণ হকের পরিবর্তে হুমায়রা সুবহা হচ্ছেন ছবির নায়ক- নায়িকা।
চিত্রনায়ক নিরব হোসেনের আরও খবর :
⇒ নিরবের প্রশংসায় শাকিব খান
⇒ নিরবের মালয়েশিয়ান ছবি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি
⇒ নিষেধাজ্ঞা কাটিয়ে নিরবের ছবি মালয়েশিয়ায়