চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু শাহরুখ কন্যা সুহানা খানের
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেন। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করলেন তিনি।
চলচ্চিত্রটিতে সুহানা খানের অভিনয়ের প্রশংসা করেছে অনেকে। ইউটিউবে মুক্তি পাওয়া সিনেমাটির ভিউ হয়েছে ২ লক্ষ ৮৬ হাজারের বেশি। এরই মধ্যে লাইক পড়েছে ২৬,০০০ আর ডিজলাইক করেছে ৩৩০।
১০.০৪ মিনিটের ছবিটিতে রবিন গোনেলার বিপরীতে অভিনয় করেছেন সুহানা। সংলাপ প্রধান ছবিটি প্রেমিক-প্রেমিকা জুটির দুদিনের রোড ট্রিপের গল্প দিয়ে সাজানো। সুহানার চরিত্রের নাম স্যান্ডি।
স্যান্ডি এই যাত্রায় তার প্রেমিককে তার বাবা-মার সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছে। এই সময় তারা জীবনের কিছু অজানা সত্যের মুখোমুখি হয় তাদের ভালবাসা আর সম্পর্কের বিষয়ে।
‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ সিনেমাটি নির্মাণ করেছেন থিওডোর জিমেনো। চলচ্চিত্রটি ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এর আগেই অবশ্য সুহানা অভিনয়ে আগ্রহের কথা জানিয়েছিলেন। অভিনয়ের উপর নিউ ইয়র্কে পড়াশোনাও করছেন বলিউড বাদশাহ’র কন্যা।
চলচ্চিত্র : দ্য গ্রে পার্ট অফ ব্লু (The Grey Part of Blue)