বিএফডিসির আঙিনায় হয়ে গেলো সামসুজ্জামান রিমন প্রযোজিত ও রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’র জমকালো মহরত। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে এ মহরত অনুষ্ঠিত হয়। এফডিসির ক্যান্টিন চত্ত্বরে এ উপলক্ষে জমকালো মিলনমেলা বসে যেন চলচ্চিত্রকার, তারকা ও চলচ্চিত্রকর্মীদের।
মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু। উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক সামসুজ্জামান রিমন, পরিচালক রফিক শিকদার, চিত্রনায়ক শিপন মিত্র ও তানভীর তনু, চিত্রনায়িকা হুমায়রা সুবহা। এ ছবির অন্যতম অভিনেতা ওমর সানী, অভিনেত্রী সুচরিতাসহ ছবির অন্যান্য অভিনয়শিল্পী ও কলা-কুশলীরা।
এছাড়া পাবনা-২ আসনের সংসদ সদস্য ফিরোজ কবিরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, পরিচালক সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফাল্গুনী হামিদসহ চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা।
অনুষ্ঠানে মহরতের শুভ উদ্বোধন ঘোষণা করেন শামসুল হক টুকু।
অনুষ্ঠানে শামসুল হক টুকু বসন্ত বিকেল’র পরিচালক রফিক শিকদারের সিনেমা বানানোর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে সবার এগিয়ে আসা উচিত। বসন্ত বিকেল’র প্রযোজক সামসুজ্জামান রিমন সাহস করে চলচ্চিত্রের বিনিয়োগ করেছেন। আশা করি তিনি তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পাবেন। পরিচালক রফিক শিকদার একজন সৃজনশীল মানুষ। তিনি এ ছবির মাধ্যমে সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, বসন্ত বিকেল সিনেমার মাধ্যমে মানুষ আবার হলমুখি হবে বলে আশা করি।
সিনেমাটির ব্যাপারে পরিচালক রফিক শিকদার জানান, আগামী ৫ ডিসেম্বর ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এ ছবির বেশিরভাগ শুটিং হবে পাবনায়। কিছু অংশ ঢাকার বিএফডিসিসহ বিভিন্ন জায়গায় ও বিদেশেও এ ছবির শুটিং করা হবে।
রফিক শিকদার ছবিটির জন্য সবার দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে শুভ মহরতের কেক কাটা হয়।
এর আগে ২০১৬ সালে মুক্তি পায় রফিক শিকদার পরিচালিত প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘হৃদয়জুড়ে’।