নতুন চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’-এ যুক্ত হলেন ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আকরাম খান। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘নকশি কাঁথার জমিন’-এর জন্য ২০১৮-১৯ সালের সরকারি অনুদান পান আকরাম খান। ছবিটি নির্মিত হবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে।
দুই বিধবা বোনের জীবনযাপনের ওপর নির্মিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া, এমনটাই জানিয়েছেন আকরাম খান। তিনি জানান, জয়া আহসান ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন। ইতোমধেই তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি ছবিতে অভিনয় করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
প্রসঙ্গত, এরআগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীকে নিয়ে ‘খাঁচা’ চলচ্চিত্র নির্মাণ করেন আকরাম খান। সেটিও ছিলো হাসান আজিজুল হকের রচিত ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এবং ২০১১-১২ সালের সরকারি অনুদানে নির্মিত।