ঢালিউডের একসময়ের প্রতাপশালী চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের পোস্টার সংবলিত ব্যানার টাঙিয়ে এতে জুতার মালাসহ ছবি দেখা যায় বিভিন্ন রাস্তায়। যা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। কিছু জায়গায় তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সব ঘটনায় ক্ষোভে ফুঁসছে তাঁর ভক্তরা। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সবাই। এবার তাঁকে অপমানের প্রতিবাদে রাস্তায় নেমেছে চলচ্চিত্র শিল্পীরা।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় বিএফডিসির সামনে মানববন্ধন করেন চলচ্চিত্রের শিল্পীরা। সেখানে শিল্পীরা ছাড়াও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকরা অংশ নেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে শিল্পী সমিতির নেতাকর্মীদের সাথে ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, অভিনেত্রী অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অনেকে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সড়ক নিরাপত্তা নিয়ে যে নতুন আইন হয়েছে এটা শ্রমিকদেরই নিরাপত্তা দিবে। কিন্তু তাদেরকে ভুল বুঝিয়ে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে একটি স্বার্থান্বেষি মহল।’
অপমানকারীদের হুঁশিয়ার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা শিল্পী সমাজ ইলিয়াস কাঞ্চনের পাশে আছি। তিনি ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো। দয়া করে বাংলার শিল্পী সমাজকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।’
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তার জন্য আমাদের এই প্রতিবাদী কর্মসূচি। পাশাপাশি জাতীয় সড়ক নিরাপত্তা আইন- ২০১৮-এর পূর্ণ বাস্তবায়ন দাবি করছি আমরা।’
আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ১৯৯৩ সালের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারান। ২২ অক্টোবর তার একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। শোকার্ত ইলিয়াস কাঞ্চন সিনেমা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে ফেলেন যেন। শুরু করেন নিরাপদ সড়কের জন্য আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন। ২৬ বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন এ আন্দোলন। এ জন্য তিনি বেশ কয়েকবার পরিবহন মালিক-শ্রমিকদের রোষানলেও পড়েছেন। গত সপ্তাহে ইলিয়াস কাঞ্চনের প্রতি এ ধরণের অপমানজনক অবস্থান দেখায়। যা দেখে বিস্ময়ে হতবাক সাধারণ মানুষ। ক্ষোভ বইছে সর্বত্র এ নিয়ে।