কিংবদন্তি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান গাইলেন প্রথম বাংলা গান। ‘তোমারই নাম লেখা’ শিরোনামের এই গানের গীতিকার বাংলাদেশের রবিউল আউয়াল। পাকিস্তানের সঙ্গীতশিল্পী সালমান আশরাফ এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন।
‘তোমারই নাম লেখা’ গান প্রসঙ্গে গীতিকার রবিউল আউয়াল জানান, পাকিস্তানি সঙ্গীত পরিচালক সালমান আশরাফ তার কাছে কয়েক মাস আগে একটি গীতিকবিতা চান। তিনি এই গীতিকবিতা দেন। তিনি ভেবে ছিলেন অতীতের মতো হয়তো সালমান আশরাফই গানটি গাইবেন। কিন্তু এবার গাইলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক রাহাত ফতেহ আলী খান।
তিনি জানান, প্রথমে আমাকে জানানো হয়নি। সঙ্গীত পরিচালক গানটি রেকর্ডিংয়ের পর ইউটিউব চ্যানেলে প্রকাশ করে এবং তাকে সেই লিংকটি পাঠিয়ে চমকে দেন। এতে তিনি সত্যি পুলকিত হন। পাশাপাশি এটাকে তার জীবনের বড় অর্জন মনে করেন রবিউল।
রবিউল আউয়াল বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের মতো তারকার গান করা যে কারো জন্যেই গর্বের। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, তিনি আমার লেখা গান গেয়েছেন। অবিশ্বাস্য, এই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’
গত ২৫ নভেম্বর গানটি লিরিক্যাল ভিডিওতে প্রকাশ পায় পাকিস্তানি সঙ্গীতশিল্পী সালমান আশরাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, ২০১৮ এবং ২০১৯ সালে গীতিকার রবিউল আউয়ালের কথায় সালমান আশরাফ ‘আকাশের রংধনু’ ও ‘পাণ্ডুলিপি’ শিরোনামের দু’টি গান গেয়েছেন। গান দু’টির সুর ও সঙ্গীআয়োজনও করেছেন সালমান।