বহু বছর ধরে বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করে আসছে কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। কিন্তু কখনও একই গানে কণ্ঠ দেয়া হয়নি তাদের। চলতি বছরের শুরু গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সৈয়দ আব্দুল হাদী জানান, আসিফ চাইলে তার সঙ্গে গান করতে আপত্তি নেই। তার (সৈয়দ আব্দুল হাদী) গাওয়া যে কোনও গান গাইবার আগাম অনুমতি দিয়ে রেখেছেন আসিফকে। তারপরে কেটে গেলো বেশ কয়েক মাস। এবার আসলো নতুন খবর। প্রথমবারের মত একই গানে কণ্ঠ দিচ্ছেন এই দুই শিল্পী।
গানটির শিরোনাম ‘বাবা’। বাবা ও ছেলের মধ্যকার সম্পর্কের কথোপকথন দিয়ে গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ।
কিশোর দাশ জানান, জীবনে কিছু কিছু মুহূর্তের অনুভুতি এতোটাই রোমাঞ্চকর, যা ভাষায় প্রকাশ করা যায় না। গানটি করতে গিয়ে তেমন কিছু মুহূর্তের মধ্য দিয়ে অতিক্রম করেছেন তিনি। সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠ ধারণ করেছেন, এটা তার সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তি।
আসিফ আকবরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিশোর জানান, এই বিশেষ গানটির সুর-সঙ্গীত করার পেছনে মূল কৃতিত্ব আসিফ আকবরের।