জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল নিয়ে আসছেন নতুন দুইটি মৌলিক গান। গীতিকার জামাল হোসেনের লেখা দু’টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান দু’টির শিরোনাম ‘হারিয়েছি আমি’ ও ‘পোড়া চোখ’।
‘হারিয়েছি আমি’ গানটির সুর করেছেন অভি আকাশ আর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ‘পোড়া চোখ’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
এ প্রসঙ্গে এস আই টুটুল জানান, গীতিকার জামাল হোসেনের লেখা গান দু’টি তার ভীষণ ভালো লেগেছে। ‘হারিয়েছি আমি’ বা ‘পোড়া চোখ’ – দু’টো গানের কথা তার মন ছুঁয়ে গেছে। সুরও হয়েছে ভীষণ মিষ্টি। গানগুলো প্রকাশিত হলে দর্শকের অনেক ভালো লাগবে বলে বিশ্বাস করেন এই জনপ্রিয় ব্যান্ড তারকা।
ইতোমধ্যেই টুটুল গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। খুব শিঘ্রই গান দু’টি মিউজিক ভিডিও আকাশে প্রকাশ পাবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এস আই টুটুল একাধারে একজন অভিনয়শিল্পী, গায়ক, গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার ও গিটারিস্ট। নিয়েছেন পিয়ানোর উপর প্রশিক্ষণ। এছাড়াও আরও অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তিনি একজন শব্দ প্রকৌশলী। চলচ্চিত্রে প্লেব্যাক ও সঙ্গীত পরিচালনার জন্য ইতোমধ্যে চারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে।