তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। ইউটিউবের গ্লোবাল চার্টে স্থান করে নেয়া প্রথম বাংলা গান ‘অপরাধী’র গায়ক তিনি। এবার হাজির হলেন নতুন গান নিয়ে। গানটির শিরোনাম ‘পুরান জেলখানা’। রিয়াজের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে গায়ক আরমান আলিফ বলেন, ‘‘পুরান জেলখানা’ গানটি যেমন ব্যতিক্রম, ভিডিওতেও সেই ব্যাপারটা রাখা হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের এই গান-ভিডিও পছন্দ করবেন।’
গানটির ভিডিও নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি গল্পে। মোহাম্মদ রাসেল আবির ভিডিওটি নির্মাণ করেছেন। কণ্ঠ দেয়া পাশাপাশি গানটিতে অভিনয়ও করেছেন আরমান আলিফ। এছাড়াও সামিউল ইসলাম, মরশিয়া অথৈ ও জন অভিনয় করেছেন।