নিজস্ব প্রতিবেদক :
কিংবদন্তি সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর।
কিংবদন্তি এই চিত্রগ্রাহকের মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
২০০১ সালে স্ত্রী ড. নিরাফাত আলম শিপ্রা মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন মাহফুজুর রহমান খান। বেশ অনেকদিন ধরেই তিনি ডায়াবেটিস ও ফুসফুসজনীত রোগে ভুগছিলেন। গত ২৫ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে লাংসের মধ্যে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। দ্রুত পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। রাখা হয় লাইফ সাপোর্টে।
মাহফুজুর রহমান খান সম্পর্কিত পুরাতন খবর :
⇒ সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান লাইফ সাপোর্টে
১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান।
মাহফুজুর রহমান খান ছিলেন এক পেশাদার সিনেমাটোগ্রাফার। তবে বেশ কয়েকটি চলচ্চিত্রে তাকে নায়ক হিসেবে দেখা গেছে। এর মধ্যে ‘দাবি’ ও ‘চল ঘর বাঁধি’ অন্যতম।
১৯৭২ সালে তিনি প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।
সিনেমাটোগ্রাফিতে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আটবার বাচসাস পুরস্কার ও একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
সিনেমাটোগ্রাফি নিয়ে জানতে পড়ুন :
⇒ সিনেমাটোগ্রাফি, খায় না মাথায় মাখে?
তাঁর চিত্রগ্রহণে নির্মিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- আনন্দ অশ্রু, হাজার বছর ধরে, শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমনি, ঘেটুপুত্র কমলা ইত্যাদি।