নিজস্ব প্রতিবেদক :
গুনী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র আন্দোলনের অগ্রপথিক তারেক মাসুদের ৬৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার ৬ ডিসেম্বর। এ দিনে নানা আয়োজনে তারেক মাসুদকে স্মরণ করছেন তাঁর সুহৃদরা। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল পাঁচটায় চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় শুরু হবে এ আয়োজন। এছাড়া বিভিন্নভাবে চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা তাঁকে স্মরণ করছেন।
এ দিনে কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা গুনী এ চলচ্চিত্রকারের প্রতি।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জানিয়েছেন, বিকাল ৫টায় শুরুতে দেখানো হবে তারেক মাসুদের প্রামাণ্য চলচ্চিত্র নআদম সুরত। এরপর সন্ধ্যা ৬টায় হবে তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকারের সংকলন ‘চলচ্চিত্র কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বইটি সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।
সন্ধ্যা সাড়ে ৬টায় ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯’ অনুষ্ঠিত হবে। এ আলোচনার বিষয়: ‘রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেক্যুলারতন্ত্রের বাইরে: তারেক মাসুদের শিল্প ও সাধনা’। এ বিষয়ে প্রবন্ধ পাঠ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, চলচ্চিত্র গবেষক আ. আল মামুন। অনুষ্ঠানে আলোচনা করবেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক নাহিদ মাসুদ, ‘চলচ্চিত্র কথা’ গ্রন্থটির প্রকাশক প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সদস্য, মানবাধিকারকর্মী খুশী কবির। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। তিনি ছড়া লেখেন, কাজ করেন লেখক শিবিরে। ১৯৭৫ সাল থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত হন।
তিনি ১৯৯৬ সালে নির্মাণ করেন ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় একটি ভ্রাম্যমাণ গানের দলকে নিয়ে তৈরি করা প্রামাণ্য চিত্রগুলো সংগ্রহ করে ছবিটি নির্মাণ করেন তিনি। এরপর তিনি নির্মাণ করেন মুক্তির কথা (১৯৯৯), নারীর কথা (২০০০), মাটির ময়না (২০০২), অন্তর্যাত্রা (২০০৬), নরসুন্দর (২০০৯) ও রানওয়ে (২০১০) সিনেমাটি। তাঁর ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস প্রাইজ অর্জন করেন।
তিনি আমেরিকার আরাম আয়েশের জীবন ফেলে নিজের দেশে ফিরে আসেন। সিনেমা শিল্পের মধ্য দিয়ে নিজের পুরো জীব বিলিয়ে দেন। তিনি শুধু একজন নির্মাতাই নন, তিনি একজন সিনেমাযোদ্ধা। সারাজীবন যুদ্ধ করে গেছেন সিনেমা শিল্পকে ভালোবেসে।
২০১১ সালের ১৩ আগস্ট নির্মাণাধীন ‘কাগজের ফুল’-এর লোকেশন খোঁজার পর ঢাকা ফেরার সময় মানিকগঞ্জে তারেক মাসুদ তাঁর সিনেমাটোগ্রাফার আশফাক মুনীর মিশুকসহ নিহত হন। সেই দুর্ঘটনায় প্রাণ হারান আরও তিনজন।