প্রথম দর্শনেই বিতর্ক: শাকিবের দাবি ‘বীর’ মৌলিক ছবি
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
আগ্রাসী চাহনি, মুখ ভর্তি দাড়ি, বড় চুল, হাতে কাঁধে কয়লা খোঁড়ার হাতিয়ার নিয়ে খনিতে দাঁড়িয়ে শাকিব খান। বৃহস্পতিবার সকালে এমনই এক লুকে প্রকাশ পেলো ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টারের নতুন ছবি ‘বীর’-এর প্রথম দর্শন।
নতুন এই লুকে শাকিবকে পেয়ে খুশি ভক্তকূল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। বেশ কয়েকজন তারকাও জানিয়েছেন শুভেচ্ছা।
প্রশংসার পাশাপাশি বির্তকেরও জন্ম দিয়েছে এই প্রথম দর্শন। কেউ কেউ ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত কন্নড় অ্যাকশন ধর্মী চলচ্চিত্র ‘কে.জি.এফ: চ্যাপ্টার ওয়ান’র লুকের সাথে এ সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। প্রশ্ন তুলছেন ছবি গল্প নিয়েও। কিন্তু শাকিব খান দাবি করছেন ‘বীর’ সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা।
ইতোমধ্যেই জনপ্রিয় নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ চলচ্চিত্রে অর্ধেক শুটিং শেষ হয়েছে। তবে ছবির গল্পের ব্যাপারে এখনও কোন কিছুই বলেন নি পরিচালক।
ফার্স্ট লুক প্রকাশের পর বিতর্ক প্রসঙ্গে শাকিব খান জানান, ‘কে.জি.এফ: চ্যাপ্টার ওয়ান’ এবং ‘বীর’ দু’টি দুই ধরনের সিনেমা। এই দুই ছবির মধ্যে কোনো মিল নেই। যাঁরা মৌলিক গল্পের চলচ্চিত্র দেখতে চান, শতভাগ দেশীয় সিনেমা দেখতে চান; তাঁদের জন্য তার এই ছবি।
শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ সিনেমায় শবনম বুবলি, মিশা সওদাগর, নাদিমসহ আরও অনেকে অভিনয় করছেন। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।