চলতি মাস ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। ইতোমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করেছে ছবিটি। এমনটাই জানিয়েছেন পরিচালক নিজেই।
এর আগে মুক্তা চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্র নিয়ে তাই উচ্ছ্বসিত তিনি।
সিনেমা প্রসঙ্গে নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাদের স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। ’
তিনি বলেন, ‘ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। এতে করে আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।’
নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। পরিচালকের গল্পে ‘কাঠবিড়ালী’র চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।
এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘কাঠবিড়ালী’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ’
স্পর্শিয়া এছাড়াও আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে ছবিটির টিজার প্রকাশিত হয়েছে।