চির নিদ্রায় শায়িত হলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ। রোববার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে যোহরের নামাযের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় ঢাকার সিটি হসপিটালে পৃথ্বী রাজ মৃত্যুবরণ করেন। এই মেধাবী সঙ্গীতশিল্পীর মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
জানা যায়, শনিবার রাত দশটায় ধানমন্ডিস্থ নিজের ‘জিলাপী স্টুডিও’তে যান পৃথ্বী রাজ। এরপর থেকে পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পাওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে স্টুডিওর দরজা ভেঙে নিথর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় সিটি হসপিটালে। পরীক্ষ-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র প্রতিযোগী ছিলেন পৃথ্বী রাজ। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘ডট’।
গানের স্কুল ‘সেন্টার ফর মিউজিকলজি’ পরিচালনা করতেন তিনি। এছাড়াও রেসরকারি এফএম রেডিও ‘এবিসি রেডিও’তে জ্যেষ্ঠ সৃজনশীল প্রযোজক হিসেবেও কাজ করতেন বহু গুণে গুণান্বিত এ শিল্পী।
সম্প্রতি ব্যাপক জনপ্রিয় ‘আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবে না’ গানটির সঙ্গীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ।