জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন শুরু করতে যাচ্ছেন নতুন ছবি ‘সাইকো’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন সময়ের উদিয়মান চিত্রনায়ক জিয়াউল রোশান ও আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। শনিবার তারা সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
‘সাইকো’ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘সাইকো’ একটি অ্যাকশন রোমান্টিক ঘরানার ছবি। এটি সত্য ঘটনা অবলম্বনে অ্যাসিডদগ্ধ একটি মেয়ের গল্প। শেষ পর্যন্ত কী হবে, তা এখনই বলতে চাই না।’
শুটিংয়ের ব্যাপারে জানতে চাইলে পরিচালক জানান, জানুয়ারির ১০ তারিখ থেকে ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ও নেপালের বিভিন্ন জায়গায় এই সিনেমার পুরো শুটিং হবে।
সেলিব্রেটি প্রডাকশন প্রযোজিত এই সিনেমায় পূজা এমন একজন এসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করবেন, যার স্বপ্ন ছিলো পাইলট হওয়ার।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আমাকে যখন গল্পটা বলা হলো, তখন আমার কাছে দারুণ লেগেছে। ছবিটির গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে, যার পরতে পরতে রয়েছে উত্তেজনা। ’